সর্বশেষ

রবিবার, ২৮ মে, ২০২৩

স্মার্ট বাংলাদেশের মূল শক্তি হবে তরুণ মেধাবীরাই: খাদ্যমন্ত্রী

স্মার্ট বাংলাদেশের মূল শক্তি হবে তরুণ মেধাবীরাই: খাদ্যমন্ত্রী


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, তরুণ মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল শক্তি। তারাই দেশের ভবিষ্যৎ। তাই ভবিষ্যৎ গড়তে নিজের প্রতি তাদের আরো যত্নবান হতে হবে। শনিবার দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ডিজিটাল বাংলাদেশে এখন নানান কাজে প্রযুক্তি ব্যবহার করতে হয়। মোবাইল প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার কাজ শুরু করেছেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের জন্য তোমাদের কাজ করতে হবে। কোনো সমস্যা তৈরি হলে অভিভাবক, শিক্ষক বা বন্ধুদের সঙ্গে শেয়ারিং বাড়াতে হবে।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের পরিচালক ও নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. ইকবাল শাহরিয়ার রাসেল সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন প্রমুখ।

অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭৫০ শিক্ষার্থীকে ইথেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে পুরস্কার, সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।

পীরগঞ্জে হারিয়ে যাওয়া গরু-মহিষের গাড়িতে বরযাত্রা

পীরগঞ্জে হারিয়ে যাওয়া গরু-মহিষের গাড়িতে বরযাত্রা


অনেকেই ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বিয়ে করতে যান এখন। তবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। বাবার ইচ্ছা পূরণ করতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গরু ও মহিষের ১০টি গাড়িতে করে বরযাত্রী নিয়ে বর বেশে কনের বাড়িতে বিয়ে করতে যান নীরব নামে এক যুবক। গতকাল শুক্রবার বিকেলে এ ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়। এ বিয়ে দেখতে ভিড় জমান এলাকার শতশত নারী-পুরুষ।

জানা যায়, পীরগঞ্জের খামার নারায়ণপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে নীরবের সঙ্গে বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামে মেয়ে ইসরাত জাহান এশা আকতারের। তাদের বিয়ের দিন ছিল  শুক্রবার। নীরবের বাবার ইচ্ছা ছিল- ছেলে বর বেশে গরুর গাড়িতে করে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে বিয়ে করতে যাবে। পুত্র বধূও আসবে গরু গাড়িতে।

সেই ইচ্ছা পূরণ করতে নীরব গরু ও মহিষের ১০টি গাড়িতে করে বরযাত্রী নিয়ে বর বেশে কনের বাড়িতে বিয়ে করতে যান। এ সময় রাস্তায় অসংখ্য মানুষ দাঁড়িয়ে গরু-মহিষের গাড়িতে বরযাত্রার দৃশ্য দেখেন। এ সময় ছবি ও ভিডিও ধারণ করেন অনেকেই।

বর নীরবের বাবা কুদ্দুস বলেন, ইচ্ছা ছিল- ছেলের বিয়েতে বরযাত্রী যাবে গরুর গাড়িতে। এ সময় গরুর গাড়ি পাওয়া যায় না সহজে। তাই মহিষের ৯টি এবং গরুর একটি গাড়ির আয়োজন করি ছেলের বিয়েতে।

এ বিষয়ে উদীচী শিল্পীগোষ্ঠী পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদিন বাবুল জানান, বাংলার গ্রামীণ ঐতিহ্যগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তবে গরুর গাড়িতে বর যাত্রাসহ প্রায় হারিয়ে যাওয়া লোকসংস্কৃতির কিছু কিছু আয়োজন লক্ষ্য করা যাচ্ছে। এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে এসব গ্রামীণ ঐতিহ্যগুলো ধারণ ও লালন করা।

শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বকে পথ দেখাচ্ছে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বকে পথ দেখাচ্ছে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি দৃশ্যমান। বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। কৃষি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আগামীতে এ অগ্রগতি অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই সবক্ষেত্রে বিশ্বকে পথ দেখাচ্ছে বাংলাদেশ।

শনিবার টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবলীগের সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের দায়িত্ব আগামী দিনে নৌকার বিজয় নিশ্চিত করা। দেশের প্রতিটি এলাকায় মানুষের কাছে আমরা যেন শেখ হাসিনার কথা, উন্নয়নন ও শান্তির বার্তা পৌঁছে দিতে পারি। এজন্য আমাদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি। সেটি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আরো একবার প্রমাণিত হয়েছে। গাজীপুরের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে।

ডা. দীপু মনি বলেন, যে অপশক্তি পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, ২০০৪ সালে গ্রেনেড হামলা করে আইভী রহমানসহ ২৪ জনকে হত্যা করেছে, ২০১৩ সালে অগ্নিসন্ত্রাস চালিয়েছে- তারা আবারো দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, নৈরাজ্য সৃষ্টি করতে চায়। কারণ তারা জানে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে তাদের ক্ষমতায় যাওয়া সম্ভাবনা নেই। তারা কোনোদিন সুষ্ঠু নির্বাচন করেনি, সবসময় পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করেছে।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল প্রমুখ।

স্মার্ট বাংলাদেশে প্রতিটি নাগরিক হবে জনসম্পদ: এমপি শাওন

স্মার্ট বাংলাদেশে প্রতিটি নাগরিক হবে জনসম্পদ: এমপি শাওন


ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট রাষ্ট্র। আর এই স্মার্ট রাষ্ট্রের প্রতিটি নাগরিককে পরিণত করা হবে জনসম্পদে। এরইমধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

শনিবার সকালে ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্মার্ট কর্মসংস্থান মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

এমপি নূরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মাটি আর মানুষের শক্তিকে কাজে লাগিয়ে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন এখন পূরণ করছেন তারই কন্যা শেখ হাসিনা। তার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: পানিসম্পদ উপমন্ত্রী

উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: পানিসম্পদ উপমন্ত্রী


পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার গত ১৪ বছরে বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন। বারবারই প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। কারণ, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।

শনিবার বিকেলে শরীয়তপুরের সখিপুরের উত্তর তারাবুনিয়ায় প্রায় ৫৫২ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ডান তীর ঘেঁষে সুরেশ্বর চরমোহন থেকে উত্তর তারাবুনিয়ার শেষ সীমান্ত পর্যন্ত সোনার বাংলা এভিনিউয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন এ কে এম এনামুল হক শামীম।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, সরকার সারাদেশে নদীভাঙন রোধে দ্রুত কাজ করছে। সরকারের পদক্ষেপের কারণেই সারাদেশে নদীভাঙন কমে এসেছে। কার্যকর ব্যবস্থা নেয়ার কারণেই গত ১৩ বছরে সারাদেশে নদী ভাঙনের পরিমাণ সাড়ে ৯ হাজার হেক্টর থেকে সাড়ে ৩ হাজার হেক্টরে নেমে এসেছে।

উপমন্ত্রী বলেন, শেখ হাসিনার বদৌলতে শরীয়তপুরকে বাংলাদেশের মধ্যে অন্যতম উন্নত ও সমৃদ্ধ জেলায় রূপান্তরিত করতে কাজ করছি। শরীয়তপুরের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগসহ অবকাঠামোগত সব উন্নয়ন করতে বদ্ধপরিকর। শরীয়তপুরে ফোর লেনের কাজও এগিয়ে চলছে। রেললাইন হচ্ছে। শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে। নড়িয়ায় পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে। মেঘনা সেতুও করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বঙ্গবন্ধু, বাংলাদেশ, শেখ হাসিনা ও নৌকার প্রশ্নে কোনো আপস করা যাবে না।

ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক নুরুল ইসলাম সরকার, অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিমাঞ্চল) মো. রমজান আলী প্রামাণিক, অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) আব্দুল হেকিম প্রমুখ।

মার্কিন ভিসানীতির পথে হাঁটছে না ইইউ: রাষ্ট্রদূত হোয়াইটলি

মার্কিন ভিসানীতির পথে হাঁটছে না ইইউ: রাষ্ট্রদূত হোয়াইটলি


যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির পথে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) হাঁটছে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা জানান।

চালর্স হোয়াইটলি বলেন, যুক্তরাষ্ট্র তাদের নীতি গ্রহণ করে সেটি ঘোষণা করেছে। ইউরোপীয় ইউনিয়নের নীতি ভিন্ন। আমরা নির্বাচনী পূর্ব মিশনে গুরুত্ব দিচ্ছি। আমার বিশ্বাস, রাজনৈতিক দলগুলো জানে নির্বাচনে তাদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা। কোন দল অংশ নেবে, একান্তই তাদের ব্যাপার। নির্বাচন নিয়ে যদি কোনো অবিশ্বাস থাকে, তাহলে তারা সংলাপে বসতে পারেন।

জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধার দুয়ার খুলতে পারে উল্লেখ করে তিনি বলেন, যদি নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়, তবে তা দারুণ ইতিবাচক সিগন্যাল দেবে যে বাংলাদেশ জিএসপি প্লাসের জন্য প্রস্তুত। কারণ নাগরিক ও রাজনৈতিক অধিকারের ওপর আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী সবার ন্যূনতম নাগরিক ও রাজনৈতিক অধিকার থাকতে হবে।

১৩ দিনের মিশনে বাংলাদেশে আসছে ইইউর নির্বাচনপূর্ব পর্যবেক্ষক দল। তারা সবার সঙ্গে বৈঠক করবেন উল্লেখ করে হোয়াইটলি বলেন, ‘নির্বাচনপূর্ব পর্যবেক্ষক দল ৮ জুলাই বাংলাদেশে আসবে, থাকবে ২১ জুলাই পর্যন্ত। এসময়ের মধ্যে তারা রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যমসহ সবার সঙ্গে কথা বলবেন। এখানের নির্বাচনী পরিবেশ ও গতিবিধি পর্যবেক্ষণ করবেন।’

গত ২৪ মে রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণার বিষয়টি জানানো হয়। এতে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিকে ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানানো হয়।

ভিসানীতি ঘোষণার পর ২৫ মে এ নিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিনিধিদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এতে রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

এ নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজেও একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে বলা হয়, ‘আমরা (যুক্তরাষ্ট্র) অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করি। গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে এমন ব্যক্তিদের ভিসা সীমিত করার এ নতুন ভিসানীতি সবার জন্য প্রযোজ্য। রাষ্ট্রদূত পিটার হাস এ বিষয়ে আজ (বৃহস্পতিবার) আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জাতীয় পার্টির (জাপা) প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।’

গাইবান্ধায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ

গাইবান্ধায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্রমূলক অপরাজনীতির প্রতিবাদে শনিবার গাইবান্ধায় শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। 

পৌরপার্ক চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর বিভাগীয় সমন্বয়ক সুজিত রায় নন্দী। বিশেষ অতিথি ছিলেন, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। 

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক সমাবেশে সভাপতিত্ব করেন।
বক্তারা বলেন, ‘ক্যান্টনমেন্টে জন্ম নেয়া বিএনপি ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার বিপক্ষ অবস্থান নেয়। তারা পাকিস্তানি রাজনীতির ভাবধারা প্রতিষ্ঠা করে। তারা সন্ত্রাস ও জঙ্গীবাদের মদদ দেয়। বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা চালিয়েছে। আওয়ামী লীগ তিনবার ক্ষমতায় গিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নয়নের মডেলে পরিণত করেছে। কিন্তু এই দেশের কোন উন্নয়ন বিএনপির চোখে পড়ে না। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুমকিদাতা এবং ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করেন। 

‘প্রধানমন্ত্রী বাংলাদেশকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন’

‘প্রধানমন্ত্রী বাংলাদেশকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন’


বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। সারা পৃথিবী মনে করে বাংলাদেশ একটা উদাহরণ হিসেবে দাঁড়াচ্ছে। তাই আমরা চাচ্ছি, যে সকল পেশাদাররা কাজ করে, তাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে। প্রশিক্ষণের সাথে গবেষণা যোগ করে সারা দুনিয়ার সাথে টক্কর দিতে হবে।

শনিবার সকাল ৯টার দিকে মাদারীপুরের শিবচরে দেশে প্রথমবারের প্রকৌশলী গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণের লক্ষ্যে স্থান পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। শিবচর উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়ন দৌলতপুর এলাকায় রেল স্টেশন ও ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারের পাশে প্রকল্পের স্থান পরিদর্শন করেন বিশেষজ্ঞরা।

এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরীসহ প্রকৌশল বিশেষজ্ঞ টিমের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, চিফ হুইপ মহোদয় প্রকল্পের জন্য আমাদের যে এলাকাটি দেখিয়েছেন। জায়গাটা খুবই সুন্দর। ঢাকা শহরের কোলাহল থেকে একটু দূরে। অথচ দিনে যাওয়া আসা করতে কোনো প্রবলেম নাই। এই জায়গায় প্রতিষ্ঠানটি করতে পারলে সারা বাংলাদেশ উপকৃত হবে।

তিনি আরও বলেন, আমাদের প্রকৌশলীদের জন্য আলাদা কোনো গবেষণা প্রতিষ্ঠান নেই। আমরা সেই কাউন্সিলটা এখানে করবো।  এখানে শুধু সিভিল প্রকৌশলীদের জন্য নয়, সব ধরনের প্রকৌশলীদের জন্য এ গবেষণা করার সুযোগ থাকবে। এক সময় বাংলাদেশের বাইরের প্রকৌশলীরা এসেও এখানে গবেষণা করবেন।

পরাজিত শক্তির ষড়যন্ত্র থেমে নেই: চিফ হুইপ

পরাজিত শক্তির ষড়যন্ত্র থেমে নেই: চিফ হুইপ


জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, পরাজিত শক্তি থেমে নেই। স্বাধীনতার পর যে নীল নকশার মাধ্যমে তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, এখনো ষড়যন্ত্র চলছে। কিছুদিন আগেও একটি দলের নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। তাদের এই অপরাজনীতি থেকে বের হয়ে আসতে হবে।

শনিবার মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদে পৌরসভা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ফরিদপুর বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, যখনই দেশ এগিয়ে যাচ্ছে, তখনই ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা যখনই ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিক যাচ্ছি, তখনই দেশবিরোধী শক্তি আমাদের পেছনের দিকে টানতে শুরু করেছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আমাদের পেছনে ফিরে তাকালে চলবে না। প্রধানমন্ত্রীর দিকে সহযোগিতার হাত বাড়িযে দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল ইসলাম, যুগ্ম সচিব মো. জসিমউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দেওয়ান কামাল আহমেদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা প্রমুখ।

শনিবার, ২৭ মে, ২০২৩

ভোজে ভিন্নতা আনতে রেঁধে ফেলুন ‘এঁচোড় চিংড়ি’

ভোজে ভিন্নতা আনতে রেঁধে ফেলুন ‘এঁচোড় চিংড়ি’


দেশে চলছে ফলের মৌসুম। আর হরেক রকমের ফলের মধ্যে বাঙালির কাছে কাঠালের কদরটা একটু বেশিই! কারণ কাঠাল যে বাংলাদেশের জাতীয় ফল।

তাই বাঙালি হবেন আর এঁচোড় চিংড়ি খাবে না, তা তো হয় না। আর এই গরমকালে কাঁচা কাঁঠালের এঁচোড় না খেলে কারো যেনো তৃপ্তিও মেটে না।

কাঁচা কাঁঠাল স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। কাঁচা কাঁঠাল বিভিন্নভাবে রান্না করা যায়। তবে এর মধ্যে এঁচোড় সবচেয়ে বেশি জনপ্রিয়। খুবই সুস্বাদু আর তৈরি করাও সহজ এই পদ। এবার তাহলে জেনে নিন রেসিপিটিও-

উপকরণ

> একটি ছোট আকারের এঁচোড়

> চিংড়ি মাছ ৫০০ গ্রাম

> পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ

> আদা বাটা ১ টেবিল চামচ

> রসুন বাটা ২ টেবিল চামচ

> টমেটো বাটা ৩ টেবিল চামচ

> লবণ, চিনি স্বাদমতো

> হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ

> মরিচ গুঁড়ো স্বাদমতো

> মরিচ বাটা স্বাদমতো

> একমুঠো ধনিয়াপাতা কুচি

> সরিষার তেল ৬ টেবিল চামচ

তৈরির প্রণালী

কড়াইতে সরিষার তেল গরম করে প্রথমে চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে রাখতে হবে। অন্যদিকে প্রেসার কুকারের সামান্য লবণ, হলুদ দিয়ে এঁচোড় সেদ্ধ করে নিতে হবে। কড়াইতে সরিষার তেল গরম করে তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, শুকনো মরিচ দিয়ে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা এবং সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়া চাড়া করে এঁচোড় এবং চিংড়ি মাছ দিয়ে সামান্য উষ্ণ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে বেশ মাখোমাখো হয়ে এলে ওপরে ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ‘এঁচোড় চিংড়ি’।

দুধ-আনারস একসঙ্গে খাওয়ার পরিণতি কী হতে পারে?

দুধ-আনারস একসঙ্গে খাওয়ার পরিণতি কী হতে পারে?


দুধ ও আনারস একসঙ্গে খেতে নিষেধ করেন অনেকে। বিশেষ করে বাড়ির বয়োজেষ্ঠ্যরা ছোটবেলা থেকেই বারণ করেন। আর সেই কথায় কান দিয়ে আমরা দুধ-আনারস একসঙ্গে খাইও না। কিন্তু দুধ-আনারস একসঙ্গে খেলে কী এমন বিপত্তি হতে পারে? এ প্রশ্ন মনে থেকেই যায়।

আনারসে রয়েছে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম,পটাশিয়াম ও ফসফরাস। আর দুধকে আমরা সুষম খাদ্য হিসেবে বিবেচনা করি। তবে আনারস আর দুধ একসঙ্গে খেলে মানুষ বিষক্রিয়া হয়ে মারা যায়-এ রকম একটি ধারণা প্রচলিত আছে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয়ে কেউ মারা যায়, এই ধারণা ভুল। এগুলো এক ধরনের ফুড ট্যাবু বা খাদ্য কুসংস্কার।’

অধ্যাপক আবদুল্লাহ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘আনারস একটি এসিডিক এবং টকজাতীয় ফল। দুধের মধ্যে যেকোনো টকজাতীয় জিনিস দিলে দুধ ছানা হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। এটা কমলা ও দুধের বেলায় বা লেবু ও দুধের বেলায়ও ঘটে। ফেটে যাওয়া দুধ খেলে খুব বেশি হলে বদ হজম, পেট ফাঁপা, পেট খারাপ– এ ধরনের সমস্যা হতে পারে, তবে বিষক্রিয়ার কোনো আশঙ্কা নেই। যাদের গ্যাসট্রিকের সমস্যা রয়েছে, খালি পেটে আনারস খেলে তাদের এই সমস্যা বেড়ে যেতে পারে।’

দুধ-আনারস একসঙ্গে খেলে কী সমস্যা হয় এ বিষয়ে একই তথ্য দিয়েছেন ঢামেক টেলিমেডিসিন বিভাগের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ যায়েদ হোসেন। তিনি বলেন, ‘এমন কখনো দেখিনি যে দুধ-আনারস একসঙ্গে খেয়ে মানুষ মারা গেছে। এটা একটা কুসংস্কার। ডেজার্ট, কাস্টার্ড বা স্মুদিতে আনারস-দুধ একত্রে মিশিয়ে খাই। এ ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এটি সম্পূর্ণ কুসংস্কার।’  

পাইনঅ্যাপেল কাস্টার্ড, ডেজার্ট, পাইনঅ্যাপেল স্মুদি, পাইনঅ্যাপেল মিল্ক সেক, পাইনঅ্যাপেল সালাদ, পাইনঅ্যাপেল ইয়োগার্ট ইত্যাদি ফলগুলো আমরা একসঙ্গে খাই। এই ফলগুলোর মধ্যে খাদ্যের সঠিক সমন্বয় থাকে। তাই কোনো সমস্যা হয় না।

অন্যদিকে এক গ্লাস দুধ খেলেন, পাশাপাশি আনারস খেয়ে নিলেন তাহলে সঠিক খাদ্যের সমন্বয় হয় না। এ ক্ষেত্রে সঠিক সমন্বয় না হওয়ার ফলে পাতলা পায়খানা, বদ হজম, অ্যাসিডিটিসহ বিভিন্ন সমস্যা হতে পারে।

দুধ-আনারস একসঙ্গে না খেয়ে দুই থেকে তিন ঘণ্টা বিরতি দেয়া যেতে পারে। কারণ একসঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে। তবে এ ক্ষেত্রে খাদ্যে বিষক্রিয়া হওয়ার কোনো কারণ নেই।

ফেসবুক পেজের অরগ্যানিক রিচ বাড়ানোর সহজ পদ্ধতি

ফেসবুক পেজের অরগ্যানিক রিচ বাড়ানোর সহজ পদ্ধতি


আপনার ফেসবুক পেজে কোনো পেইড ডিস্ট্রিবিউশন ছাড়া অর্থাৎ বুস্টের মতো কাজ ছাড়া পেজ থেকে কত মানুষ আপনার কনটেন্ট দেখছেন, সেটিই হচ্ছে অরগ্যানিক রিচ। পেইড প্রমোশন করলে আপনি তাৎক্ষণিক সুবিধা পেতে পারেন। এটি আপনার অরগ্যানিক রিচেও প্রভাব ফেলতে পারে।

তাই খুব সহজ কিছু পদ্ধতিতে ফেসবুক পেজের অরগ্যানিক রিচ বাড়াতে পারেন। জেনে নিন উপায়গুলো-

শুধু পোস্ট দিলেই হবে না। প্রতিনিয়ত আপডেট করুন। যদি প্রতিদিন একই রকম কনটেন্ট দিতে থাকেন, তাহলে তা পেজের ফলোয়ারদের মধ্যে একঘেয়েমি ভাব সৃষ্টি করবে। পেজের রিচ অনেকটাই নির্ভর করে পোস্টের গুণাগুণের ওপর। কনটেন্ট ভালো না হলে রিচ কমতে থাকবে।

তাই সময়োপযোগী বিভিন্ন ট্রেন্ডের সঙ্গে আপনার কনটেন্ট উপস্থাপন করুন। ফলে আপনার কনটেন্ট গতানুগতিক ধারার বাইরে একটু অন্য ভাবে প্রকাশ করতে পারবেন। এতে আপনার পেজের রিচও বাড়বে।

সময়ের দিকে নজর রাখুন। কোন সময়ে, কোন দিনে পোস্ট দিলে তা বেশি ফলোয়ারের এনগেজ করছে, তা খেয়াল রাখবেন। কিছুক্ষণ পর পর আপডেট দেওয়া থেকে বিরত থাকুন। তার বদলে দিনের এমন একটা সময় বেছে নিন, যখন ফলোয়ারদের বেশি এনগেজমেন্ট থাকে।

শুধু গতানুগতিক কনটেন্ট বা সার্ভিস পোস্ট না করে ভিডিওগ্রাফির সহায়তা নিতে পারেন। কারণ ভিডিও সব সময় ভালো রিচ করে। কয়েকটি ছোট ছোট ভিডিও পোস্ট করতে পারেন। মাঝেমাঝে লাইভেও আসতে পারেন। লাইভে এলে পেজের ফলোয়ারদের সঙ্গে যোগাযোগও বাড়বে।

টার্গেট অডিয়েন্স সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। পোস্টের লেখা ও ছবি টার্গেট অডিয়েন্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। জানতে হবে তারা আপনার কী ধরনের লেখা বা ছবি দেখতে চান। ফেসবুক ইনসাইটস টুলস ব্যবহার করলে বুঝতে পারবেন আপনার টার্গেট অডিয়েন্স আসলে কোন বয়সী এবং তারা কেমন কনটেন্ট বেশি পছন্দ করছেন।

রিভিউ দিতে উৎসাহিত করুন। এতে নতুন অডিয়েন্সও আপনার পেজ দেখতে উৎসাহ পাবে। মনে রাখবেন, শুধু বেশি বেশি পোস্ট করাই অরগ্যানিক রিচ করার কোনো সমাধান নয়। আপনার কনটেন্টে বৈচিত্র্য আনুন, ফলোয়ারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, তাদের চাহিদা বুঝতে চেষ্টা করুন।

ফলোয়ারের কাছে প্রশ্ন রাখার মাধ্যমে পেজের এনগেজমেন্ট বাড়াতে পারেন । এজন্য পেজের ফলোয়ারদের বিভিন্ন প্রশ্ন করতে পারেন। তারা আপনার পেজ থেকে কেমন কনটেন্ট আশা করছেন। কিংবা কোনো উপদেশ চাইতে পারেন। তাহলে আপনার পোস্টে কমেন্ট পড়তে শুরু করবে।